
চট্টগ্রাম মহানগরী গণঅভ্যুত্থানের বিপ্লবী ছাত্র-জনতান ব্যানারে ৩৬ জুলাই দীর্ঘ আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও দোয়া মাহফিল আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম (এনসিপি)।
মঙ্গলবার (৫ আগস্ট) আসরের নামাজের নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে দোয়া মাহফিল শেষে মসজিদ মুখ থেকে বিজয় মিছিল শেষ করে সমাবেশ করে এনসিপি।
সভা থেকে বক্তারা বলেন, গতবছর এই দিনে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে বিপ্লবী ছাত্র-জনতা। কিন্তু ১ বছর পার হলেও এখনও আমরা দৃশ্যমান কোন সংস্কার বা বিচার দেখে নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে আশা করবো বিচার এবং সংস্কার যাতে দ্রুত দৃশ্যমান হয়। শেখ হাসিনা থেকে সবার থেকে শিক্ষা নিতে হবে নতুন স্বৈরাচার যদি কেউ হয়ে উঠতে চায় তাহলে ছাত্র-জনতা তাদের কে টিকতে দিবে না। ছাত্র নেতা নুরে আবরার রাজিনের সঞ্চালনায় সভাটির সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম সংগঠক সাইদুর রহমান।
এসময় আরো উপস্থিতি ছিলেন, জাতীয় যুবশক্তির মহানগর সংগঠক হুজ্জাতুল ইসলাম সাঈদ, জাতীয় শ্রমিকশক্তির মহানগর সংগঠক মঈনুদ্দিন আল নোমান বকশী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ সাজ্জাদুল হোসেন, এনসিপি মহানগর সংগঠক ও সাবেক যুগ্ম আহ্বায়ক বৈছাআ আজগর আলী আশিক, এনসিপি মহানগর সংগঠক সৈয়দ এহসানুল হক, এনসিপি দক্ষিণ জেলা সংগঠক মোহাম্মদ সেলিম, এনসিপির মহানগর সংগঠক আব্দুল্লাহ আল নোমান, নূরে তাওসিফ রামিম, সাদমানুর রহমান চৌধুরি, মোহাম্মদ সোহরাব চৌধুরি, তাফসীর হাশেম রামিম ও প্রমূখ