১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

পতেঙ্গায় রাজনৈতিক বিএনপি নামধারী নেতাদের দখলে ব্যাটারি চালিত টমটম।

 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪০ নং ওয়ার্ডস্থ কাটগড় এলাকায় ট্রাফিক পুলিশ ও বিএনপির নামধারী নেতাদের দখলে ব্যাটারি চালিত টমটম এমন একটি অভিযোগ উঠেছে দীর্ঘদিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য।

পতেঙ্গার কাটগড় মোড় হতে কন্টোল মোড় রাজার পুকুরপাড় গাডরুম ধুমপাড়া মুসলিমাবাদ এলাকায় দলীয় নেতা কে মাসোহারা দিয়ে অবৈধ টমটম কে বৈধতার পারমিশন দেয়ার অভিযোগ পাওয়া গেছে,ট্রাফিক বিভাগের নজরে থাকলেও নিচ্ছেন না কোন আইনগত ব্যবস্থা।

 

এবিষয়ে টমটম চালকদের কাছে জানতে চাইলে টমটম চালকরা সংবাদমাধ্যম কে বলেন,কাটগড় এলাকায় টমটম রয়েছে ৩শত ও ম্যাক্সিমা রয়েছে ৫টির মতো, মোট তিনশত পাঁচটি গাড়ি রয়েছে, টমটম থেকে দিনদৈনিক পাড় গাড়িতে চাঁদা উত্তোলন করছেন ৪০ টাকা,এছাড়া রয়েছে প্রতিমাসে ৮০০ শত টাকা। বিএনপির নেতা কে দিতে হয় এসব টাকা, চালকরা আরও বলেন,দৈনিক ৪০ টাকা ও মাসে ৮০০শত টাকা না দিলে গাড়ি চালানো সম্ভব না।প্রতিমাসে চাঁদার টাকা থেকে কাটগড়ের টি আই কে ভাগ দিতে হয়।টি আই কে টাকা না দিলে মামলা দিয়ে ডাম্পিং কে পাঠাবে বলে জানান চালকরা।

এবিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে স্থানীয়রা সংবাদমাধ্যম কে বলেন, দীর্ঘদিন ধরে ১৯ ও ২০ নং রোডে সরকারী সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারও চালক-মালিকসহ সংশ্লিষ্টরা সেন্ডিকেট করে ব্যাটারি চালিত টমটম,,ম্যাক্সিমা চালাতে তৎপর হয়ে উঠেছেন।

বিগত ৫ই আগস্টের পর থেকে কাটগড়ের রোড গুলোতে অবৈধভাবে চলাচল করছে ব্যাটারি চালিত টমটম ও ম্যাক্সিমা।

স্থানীয়রা আরও বলেন, এসব অবৈধ টমটম মূল সড়ক চলাচলের কারণে নানা দুর্ঘটনা ঘটেই চলছে, স্থানীয় নামধারী বিএনপির নেতারা নানা ভাবে চাঁদা উত্তোলন করে অবৈধ গাড়ি কে বৈধ করে মহা সড়কে চালানোর পারমিশন দিচ্ছেন। এসব নামধারী কিছু বিএনপির নেতাদের কারণে বিএনপি’র মানসম্মান নষ্ট হচ্ছে এদের বিরুদ্ধে অতিশীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

এ ব্যাপারে লাইনম্যান জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না তিনি আরো বলেন স্থানীয় কিছু বিএনপি নেতার নাম বলেন এবং তিনি স্থানীয় এক সংবাদকর্মীর নাম ব্যবহার করে বলেন তাদের সাথে যোগাযোগ করেন

চাঁদাবাজি ব্যাপারে বিএনপির নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিন এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,বিষয়টি আমি দেখতেছি,আমাকে একটু সময় দিন, ।

এবিষয়ে পতেঙ্গার টিআই সেলিম এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যম কে বলেন,আপনার ফোন পেয়েছি,আমি এখন গিয়ে মামলা দিব,এবং কতটা গাড়ি মামলা দিতাছি,তাও আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি বলে জানান তিনি।

জনপ্রিয়

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন : সিইসি

পতেঙ্গায় রাজনৈতিক বিএনপি নামধারী নেতাদের দখলে ব্যাটারি চালিত টমটম।

প্রকাশের সময় : ০৪:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪০ নং ওয়ার্ডস্থ কাটগড় এলাকায় ট্রাফিক পুলিশ ও বিএনপির নামধারী নেতাদের দখলে ব্যাটারি চালিত টমটম এমন একটি অভিযোগ উঠেছে দীর্ঘদিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য।

পতেঙ্গার কাটগড় মোড় হতে কন্টোল মোড় রাজার পুকুরপাড় গাডরুম ধুমপাড়া মুসলিমাবাদ এলাকায় দলীয় নেতা কে মাসোহারা দিয়ে অবৈধ টমটম কে বৈধতার পারমিশন দেয়ার অভিযোগ পাওয়া গেছে,ট্রাফিক বিভাগের নজরে থাকলেও নিচ্ছেন না কোন আইনগত ব্যবস্থা।

 

এবিষয়ে টমটম চালকদের কাছে জানতে চাইলে টমটম চালকরা সংবাদমাধ্যম কে বলেন,কাটগড় এলাকায় টমটম রয়েছে ৩শত ও ম্যাক্সিমা রয়েছে ৫টির মতো, মোট তিনশত পাঁচটি গাড়ি রয়েছে, টমটম থেকে দিনদৈনিক পাড় গাড়িতে চাঁদা উত্তোলন করছেন ৪০ টাকা,এছাড়া রয়েছে প্রতিমাসে ৮০০ শত টাকা। বিএনপির নেতা কে দিতে হয় এসব টাকা, চালকরা আরও বলেন,দৈনিক ৪০ টাকা ও মাসে ৮০০শত টাকা না দিলে গাড়ি চালানো সম্ভব না।প্রতিমাসে চাঁদার টাকা থেকে কাটগড়ের টি আই কে ভাগ দিতে হয়।টি আই কে টাকা না দিলে মামলা দিয়ে ডাম্পিং কে পাঠাবে বলে জানান চালকরা।

এবিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে স্থানীয়রা সংবাদমাধ্যম কে বলেন, দীর্ঘদিন ধরে ১৯ ও ২০ নং রোডে সরকারী সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারও চালক-মালিকসহ সংশ্লিষ্টরা সেন্ডিকেট করে ব্যাটারি চালিত টমটম,,ম্যাক্সিমা চালাতে তৎপর হয়ে উঠেছেন।

বিগত ৫ই আগস্টের পর থেকে কাটগড়ের রোড গুলোতে অবৈধভাবে চলাচল করছে ব্যাটারি চালিত টমটম ও ম্যাক্সিমা।

স্থানীয়রা আরও বলেন, এসব অবৈধ টমটম মূল সড়ক চলাচলের কারণে নানা দুর্ঘটনা ঘটেই চলছে, স্থানীয় নামধারী বিএনপির নেতারা নানা ভাবে চাঁদা উত্তোলন করে অবৈধ গাড়ি কে বৈধ করে মহা সড়কে চালানোর পারমিশন দিচ্ছেন। এসব নামধারী কিছু বিএনপির নেতাদের কারণে বিএনপি’র মানসম্মান নষ্ট হচ্ছে এদের বিরুদ্ধে অতিশীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

এ ব্যাপারে লাইনম্যান জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না তিনি আরো বলেন স্থানীয় কিছু বিএনপি নেতার নাম বলেন এবং তিনি স্থানীয় এক সংবাদকর্মীর নাম ব্যবহার করে বলেন তাদের সাথে যোগাযোগ করেন

চাঁদাবাজি ব্যাপারে বিএনপির নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিন এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,বিষয়টি আমি দেখতেছি,আমাকে একটু সময় দিন, ।

এবিষয়ে পতেঙ্গার টিআই সেলিম এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যম কে বলেন,আপনার ফোন পেয়েছি,আমি এখন গিয়ে মামলা দিব,এবং কতটা গাড়ি মামলা দিতাছি,তাও আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি বলে জানান তিনি।