
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, সাফল্য ও ঐতিহ্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পতেঙ্গা থানায় বর্ণাঢ্য র্যালি ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪০ নম্বর ওয়ার্ডের ষ্টীলমিল আলী প্লাজা এলাকায় পতেঙ্গা থানা যুবদলের উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে অসহায় পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
উক্ত র্যালিতে নেতৃত্ব দেন পতেঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ খোরশেদ আলম ও সাবেক সদস্য সচিব মুশফিকুর রহমান নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী।
নেতৃবৃন্দরা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নব উদ্দীপনা ও সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার।”

শেখ আহাম্মেদ চট্টগ্রাম 







