কোতোয়ালি থানার ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি আজ রোববার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। প্রচার কার্যক্রমটি ওয়ার্ডজুড়ে রাজনৈতিক আয়োজনের পাশাপাশি সামাজিক আলোচনার নতুন মাত্রা যোগ করে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
লিফলেট হাতে নিয়ে যুবক, প্রবীণ ও সাধারণ মানুষকে খোলা আড্ডায় দফাগুলো নিয়ে আলোচনা করতে দেখা গেছে। কেউ নিজে পড়ছেন, কেউ আবার পাশের মানুষকে ব্যাখ্যা করছেন—যা এলাকায় বিরল সামাজিক পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম বলেন,
“দেশনায়ক তারেক রহমান দেশের ভবিষ্যৎ পরিচালনার নতুন দিকনির্দেশনা দিয়েছেন। ৩১ দফার প্রতিটি পয়েন্টই রাষ্ট্র মেরামতের পূর্ণাঙ্গ রোডম্যাপ।”
তার বক্তব্যে নেতা–কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য এ.কে. খান, ৩১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ মান্নান ও সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম, ৩৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আকতার খান, ৩৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ হাসান ও সদস্য সচিব মোঃ সালাউদ্দিন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, ১৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এ.এস.এম. সেলিম এবং চাক্তাই ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিক সওদাগরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।
নেতা–কর্মীদের ব্যাপক সমাগমে পুরো ওয়ার্ডজুড়ে ‘মিনি কনভেনশন’-এর মতো পরিবেশ তৈরি হয়। রাজনৈতিক কর্মসূচি হলেও শান্ত, প্রাণবন্ত এবং সামাজিক আবহে এটি একধরনের মিলনমেলায় রূপ নেয়।