
চট্টগ্রাম সিইপিজেডে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড ১৬ অক্টোবর ২০২৫, বিকেল প্রায় ২:০০টার দিকে তীব্র আগুন ছড়ায় তোয়ালে উৎপাদন ইউনিটে আগুন শুরু হয়।
দীর্ঘ ১৭ ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আনা হয়েছে গতকালও এই কারখানাকে ঘিরে ছিল শত শত শ্রমিকের স্বপ্ন ও প্রত্যাশা।
কিন্তু আজ চারপাশে শুধু পুড়ে যাওয়া দেয়াল, কালো ধোঁয়া আর ধসে পড়া ভবনের স্তূপ। আগুনে ভস্মীভূত এই স্থাপনাটির দিকে তাকিয়ে এখন শুধু কান্না ও হতাশার চিহ্ন চোখে পড়ে কর্মরত শ্রমিকদের মুখে।
অনেকেই বলেছেন, এ কারখানাই ছিল তাদের জীবনের ভরসা রুটি-রুজির একমাত্র উৎস। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনায় মুহূর্তেই সবকিছু ছাই হয়ে গেছে।
দুর্ঘটনার পর অনেক শ্রমিকের কারো চোখে অশ্রু, কারো মুখে অবিশ্বাস। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে এক শ্রমিক বলেন, গতকালও আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখেছি, আজ সব শেষ।
এ ঘটনায় প্রশাসন ও দমকল বাহিনী তদন্ত শুরু করেছে। তবে এই আগুনের ক্ষত শুধু ভবনের নয়—একটি শ্রমিক সম্প্রদায়ের হৃদয়ে গভীর দাগ ফেলে গেছে

নিজস্ব প্রতিনিধি 








