
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন-কে গভীর রাতে মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসইউ চট্টগ্রাম জেলা কমিটি। সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, একজন সাংবাদিক নেতাকে এভাবে হুমকি প্রদান সংবাদপেশার স্বাধীনতার ওপর সরাসরি হুমকি ও চরম ন্যাক্কারজনক ঘটনা।
চট্টগ্রাম জেলা কমিটি অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সোহাগ আরেফিনসহ দেশের প্রত্যেক সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ধরনের ঘটনা সাংবাদিক সমাজকে আতঙ্কগ্রস্ত করে তুলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শেখ আহাম্মেদ চট্টগ্রাম 










